জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ১০ নং ঝাউগড়া ইউনিয়নের জামতলায় চলছে জমজমাট সুদের ব্যবসা। সরকারি বা অন্য কোন সংস্থার নিবন্ধন কিংবা রেজিষ্টেশন ছাড়া সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে উচ্চ সুদে বেপরোয়া ভাবে সুদীর্ঘ দিন যাবৎ সুদী কারবারি করে আসছে।
এলাকাবাসি একাধিক লোক জানান জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ ফারুক আহম্মেদ চৌধুরী এই ইউনিয়নের বাসিন্দা হওয়ায় তিনি অত্র ইউনিয়নকে সুদ ও মাদকে বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করলেও তা মানছেনা একদল সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারি চক্র।
এদের মধ্যে রয়েছেন ফজল মেম্বার ছেলে আবু হানিফ, ভাতিজা বাচ্চু, জিয়াউলের ছেলে ইমরান,কদুর ছেলে সুজন, প্রমুখ। সুদি কারবারি বাচ্চু সাংবাদিকদের বলেন- এখানে আমরা ছাড়াও অনেক লাখ পতিরা এই ব্যবসায় জড়িত।বাজারে সুদ ছাড়াও মদ,গাজা,হিরইন, ইয়াবা গ্রহন,বেচাকেনা সব চলে।আমরা এটা করেই সময় কাটায়। আমরাও আইন জানি কে কি করতে পারবে। ফজল মেম্বার বলেন- আমার ছেলে কি করে তা আমি জানিনা।তবে চৌধুরী সাহেব বললে আমরা যে কোন সময় এসব বন্ধ করতে পারি।
দেশ যুগান্তর/আরজে
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.