জামালপুরের মেলান্দহের ঐতিহ্যবাহী ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ১ অক্টোবর সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন সাজ্জাদ হোসেন তুহিন। তুহিন বাঘাডোবা গ্রামের সুনামধন্য রইচ উদ্দিন আহমদ পবন তালুকদারের ছেলে। ইতিপুর্বে তিনি জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নর কুটামনি উচ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি-উপজলা পরিষদর চয়ারম্যান ইঞ্জিনিয়ার মাঃ কামরুজ্জামান, এসএমসির সদস্য, অন্যান্য শিক্ষক-এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গর উপস্থিতিতে তিনি যোগদান করেন।
তারা জানান- একমাত্র যোগ্যতা সম্পর্ন প্রার্থী পাবার জন্য প্রধান শিক্ষক পদ কয়েকবার সাকুর্লার জারি করা হয়। অবশেষে যোগ্যতা সম্পন কাংখিত লোক পায়ছি। স্বছতা বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া সম্পর্ন করা হয়েছে । এই নিয়োগ ম্যানেজিং কমিটি, স্কুলের শিক্ষক-কর্মচারি এলাকাবাসিও সনতোষ্ট। নবাগত হেড মাস্টারের কাছে স্কুেলর ঐতিহ্য ধরে রাখার প্রত্যাশা করছি।
নবাগত হেড মাস্টার তুহিন জানান-আমার বিগত কর্মস্ল সাফল্য দেখিয়ছি। আশা করছি স্কুলের ঐতিহ্য ধরে রাখতে পারব। এ জন্য ম্যানেজিং কমিটি, শিক্ষক সহকর্মী, অভিভাবকসহ সকলের কাছে সহযোগিতা কামনা করছি। #
মোঃ ছামিউল ইসলাম (জামালপুর)