জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন২৮ সেপ্টেম্বর পালিত হয়।
বশেফমুবিপ্রবি প্রতিনিধি সকালে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে,জন্মদিনের কেক কেটে, বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রকৃতিতে শ্রদ্ধা নিবেদন , আলোচনা সভা ইত্যাদি আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে বকুলতলায় আলোচনাn সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান,মেলান্দহ উপজেলা চেয়ারম্যান ইঞ্জি. কামরুজ্জামান, জামালপুরের পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু,মেলান্দহ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো.জিন্নাহ।
সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. এএইচ মাহবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুস ছাত্তার, সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল আলম,গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. শাহজালাল, ব্যবস্থাপনা বিভাগের এস এম ইউসূফ আলী প্রমুখ।
এদিকে, প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল ও অতিথিদের নিয়ে কেক কাটেন বশেফমুবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা