জামালপুরে মেলান্দহ উপজেলার নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামিনের বিদায় ও নবাগত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের যোগদানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ মে ১১টায় মির্জা আজম অডিটোরিয়াম মেলান্দহ উপজেলা পরিষদ এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনা সভায় বিদায়ী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামিন, নবাগত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী কমিশনার( ভূমি) সিরাজুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফজলুল হক, ,মেলান্দহ পৌরসভার সাবেক মেয়র হাজী দিদার পাশা, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আসাদুল্লাহ ফারাজি, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ,ঝাউগড়া ইউনিয়নের চেয়ারম্যান আন্জুমনোয়ারা হেনা, সহ,উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী ইউএনও তামিম আল ইয়ামিন ও নবাগত ইউএনও শফিকুল ইসলামকে সমৃদ্ধ জামালপুর ও মির্জা আজম বই উপহার দেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ জামালপুর জেলা শাখার যুগ্মসাধারণ সম্পাদক ও সমৃদ্ধ জামালপুর ও মির্জা আজম বইয়ের লেখক জাকিরুল ইসলাম দুখু।
প্রসঙ্গত, ২০১৭ সালের অক্টোবর মাসে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন তামিম আল ইয়ামিন। ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অনুযায়ী চার বছর আট মাস দায়িত্ব পালন শেষে আজ তার মেয়াদ শেষ হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ে বদলি হয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের এক প্রজ্ঞাপনে মোহাম্মদ শফিকুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।