মোটরসাইকেল কিনে না দেওয়ায় নাসিম উদ্দিন (১৭) নামে সদ্য এইচএসসি পাস করা কিশোর নিজ শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে আহত শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী বাজারে এ ঘটনা ঘটেছে।
নিহত শিক্ষার্থী উপজেলার পঞ্চাশী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ও দৌলতপুর অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার কলেজ হইতে সদ্য এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ।
ওই শিক্ষার্থী আহতের সাত দিনের মাথায় শনিবার(১ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।পরে রোববার(২ এপ্রিল) ঢাকা থেকে লাশ এনে বিকেল চারটায় নিহতের পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।
এ ব্যাপারে আওনা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন জানান , মোটর সাইকেল কিনে না দেওয়ায় নিজ গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আহত শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তিনি আরোও জানান রোববার বিকেলে তার দাফন সম্পন্ন হয়েছে।