জীবনটা অনেক সুন্দর যদি তুমি
উপভোগ করতে পারো সুন্দর ভাবে;
পৃথিবী যেমন সুন্দর সবুজে ভরা
নিজের জীবন যেমন ভালো থাকবে।
ভালো বলতে কিছুই নেই যদি তুমি
সাজিয়ে রাখতে না পারো সঠিক পথে;
সমুদ্রের জলরাশি নীলাভ আকাশ
বহুদূর দৃষ্টি যাায় শেষ নেই তাতে।
জীবন চলার পথে থেমে থাকো তুমি
সামনে এগিয়ে যেতে বাঁধা নিত্য হবে;
দূরন্ত পথিক যেমন বাঁধা দুর্বার
গতিতে চলতে থাকে অবিরাম ভাবে।
দিন দুপুরে সূর্যাস্ত দেখো যদি তুমি
গোধূলি লগনে তবু হিসাব মিলাবে
বেলান্তে সাঁঝের সময় আঁধার নামে;
আকাশে তারার ঝিলিমিলি আলো দিবে।
চন্দ্রিমা হাসির মতো হাসো যদি তুমি
মনের পরশ নিয়ে সামনে এগিয়ে
ফুলের পাঁপড়ি গুলো দু'টি হাত দিয়ে
প্রচণ্ড ভালোবাসা শুভেচ্ছা বিনিময়ে।
কিন্তু তবুও তোমারে নিজে যদি তুমি
শুদ্ধাচার ভালোবাসা অন্তরঙ্গ ভাব
নিরন্তর হাসি খুশি হৃদয় জুড়াবে
বুঝিতে পারিবে তুমি সত্যি মনোভাব।
রচনাকাল : রবিবার
আগষ্ট ২৯, ২০২১ খ্রি।
প্রেরিত তারিখ :
সেপ্টেম্বর ০৪, ২০২১ খ্রি
লেখক
এস চাঙমা সত্যজিৎ
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.