নিজস্ব প্রতিবেদকঃ
লক্ষ্মীপুরের রায়পুর পৌর যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা যুবদলের সদস্য এবং পৌরসভার কর্মচারী ইকবাল পাটোয়ারীর কাছে একজন প্রবাসীর স্ত্রীর অভিযোগের বিষয় জানতে চাওয়ায় রায়পুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ পত্রিকার রায়পুর উপজেলা প্রতিনিধি আর জে হারুন কে অকথ্য ভাষায় গালিগালাজ করায় রায়পুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এবিষয়ে সাংবাদিক আর জে হারুন গণমাধ্যমকে জানান, " সাবেক যুবদল নেতা ইকবালের বিরুদ্ধে চরপাতার নির্যাতিত একজন প্রবাসীর স্ত্রী ইকবালের নেতৃত্বে বসত বাড়ি ভাংচুর ও জমি দখল করে নেওয়ার অভিযোগ এবং তাকে গৃহবন্দী করে রাতের অন্ধকারে পুড়ে মারার হুমকি দেয়। ইকবালের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্যি কীনা জানতে তাকে মুঠোফোনে কল দেওয়া হলে, যুবদল নেতা ইকবাল মাফিয়া ডন স্টাইলে আমাকে নানা অশ্লীল ভাষায় গালিগালাজ করে। সে বলে আমি কি প্রশাসন? নাকি চেয়ারম্যান- মেম্বার? তুই কি থানা? তুই জিজ্ঞেস করার কে। দেখে নেওয়ার হুমকি দিয়ে ফোন কেটে দেন।
যুবদল নেতা ইকবাল পাটোয়ারী সাংবাদিককে গালিগালাজের বিষয়টি স্বীকার করে মুঠোফোনে বলেন, আমি গালিগালাজ করেছি। তবে কেন করছি সে বিষয়ে আপনি হারুনকেই জিজ্ঞেস করেন। "
সাংবাদিককে গালিগালাজের বিষয়ে জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম বলেন, যতবড় নেতাই হোকনা কেন সাংবাদিক কে গালিগালাজ করাটা কোন রাজনৈতিক নেতাদের বৈশিষ্ট্য হতে পারেনা। অপরাধের অভিযোগ আসলে সাংবাদিকরা সত্যতা যাচাই-বাছাই করবেই। তাতে গালিগালাজ করবে কেন? আপনারা সত্য যাচাই-বাছাই করে নিউজ করেন। আমি অপরাধী হলেও আমার বিরুদ্ধে লিখতে পারেন।
এস.এম/দেশ যুগান্তর
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.