পবিত্র রমজান মাসে বাজার মনিটরিংয়ে নেমেছে হাটহাজারী মডেল থানার পুলিশের বিশেষ একটি টিম ।
জানা যায় হাটহাজারী উপজেলার পৌর এলাকায় বিভিন্ন দোকানে বাজার মনিটরিং চালিয়েছেন হাটহাজারী মডেল থানা পুলিশ। বিভিন্ন স্থানের দোকানের পুন্য অতিরিক্ত মূল্য নেওয়ার কারণে এই মনিটরিং কাজ চালিয়েছেন । গতকাল সোমবার সকালে এই মনিটরিং চালান। বিভিন্ন দোকানে পুন্যর মূল্য তালিকা ও ওজনে কম দেওয়ার অভিযোগ পেয়ে এই মনিটরিং চালানো হয় বলে জানান হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন সবুজ। বাজারের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ওজনের কম দেওয়ার অভিযোগ উটলে সাথে সাথে হাটহাজারী থানা পুলিশের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালাতে শুরু করে। এই মনিটরিং খাস চালানোর সাথে সাথে সাধারণ জনগণের মাঝে স্বস্তি ফিরে আসে । এসময় ক্রেতা সাধারণ তাদের পছন্দের মূল্য ক্রয় করতে দেখা যায়। হাটোয়ারী পৌর এলাকার মাংশের বাজার, মাছ বাজার ,ও কাছা বাজার সহ বাজারের বিভিন্ন দোকান যেন ক্রেতাদের ভীড় জমতে দেখা যায়। এ সময় একজন ক্রেতা জানান এখন কেন এত সস্তা দিয়ে মাল বিক্রি করছে তারা। উপস্থিত সাধারণ মানুষ ও ক্রেতা সাধারণ সহ সকলেই এই অভিযান প্রতিদিন চালানোর আহ্বান জানিয়েছেন প্রশাসনের প্রতি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.