লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর মধ্য আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাকারমাথা সংলগ্ন পাটোয়ারী বাড়ির কৃষক মোঃ আবুল হাসেম পাটোয়ারীর বসতঘরে রাত আনুমানিক সাড়ে ৭টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করেন।
কৃষক মোঃ আবুল হাসেম পাটোয়ারী জানান, ঘরে থাকা স্বর্ণ, নগদ অর্থ ও জরুরি আসবাবপত্র সহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এস আই আনোয়ার ঘটনাস্থলে এসে প্রাথমিক ভাবে তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়।
রামগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর কামরুল হাসান গণমাধ্যমকে জানান, খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। প্রাথমিক ভাবে আমরা ধরনা করছি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের এই সূত্রপাত হতে পারে।