রামগঞ্জ মাটি বহনকারী ড্রামট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে সাজ্জাদ হোসেন (১২) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শৈরশৈই মারকাজুল উলুম মাদ্রাসার সংলগ্ন সড়কে ঘটনাটি ঘটে ।
নিহত সাজ্জাদ হোসেন উপজেলার শৈরশৈই মারকাজুল উলুম ইসলামীয়া মাদ্রাসার ছাত্র ও পূর্ব বিঘা গাজী বাড়ির ইউসুফ আলীর ছেলে।
জানা যায়, রাতের খাওয়া শেষে সাজ্জাদ হোসেন সহ কয়েক জন ছাত্র বর্জ্য খালে ফেলে মাদ্রাসায় ফিরে আসার সময় বাকীরা ফিরতে সক্ষম হলেও সাজ্জাদ হোসেন দ্রুতগতিতে ইটভাটায় মাটি বহনকারী ড্রমট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনার স্থলেই নিহত হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঘাতক ড্রামট্রাক ( ঢাকা-মেট্রে ড-১১-৮৯৭০) কে আটক করে রামগঞ্জ থানা নিয়ে যায়।
রামগঞ্জ থানার ওসি তদন্ত কার্তিক চন্দ্র বিশ্বাস বলেন, ঘাতক ড্রামট্রাকচি আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.