লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে তাস ও নগদ টাকাসহ ১০জন জুয়ারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ সিপিসি-৩ এর লক্ষ্মীপুর ক্যাম্পের সদস্যরা।
র্যাব জানায়, মঙ্গলবার (৮ জুন) রাতে বিশেষ আভিযানে রামগঞ্জ পৌর বাস টার্মিনাল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৮ সট প্লেইং কার্ড (তাস) ও জুয়ার নগদ ২৩২৫০ হাজার টাকা সহ ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ আমির হোসেন (৫০), মোঃ আকবর হোসেন (৫৫), মোঃ মিজানুর রহমান (৪০), মোঃ জামাল হোসেন (৪২), মোঃ আব্দুল মান্নান (৪২), অহিদুর রহমান (৩৬), আব্দুস সামাদ (২৭), ইউসুফ আলী (৪০), মোঃ সুমন (৪০), ও মোঃ সাইফুল ইসলাম (৩৫) রামগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
র্যাব-১১,সিপিসি-৩ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, প্রকাশ্য জুয়া আইনে রামগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমাদের অভিযান অভ্যাহত থাকবে।
দেশ যুগান্তর/আরজে
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.