লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের দিঘীরপাড় এলাকায় স্ত্রীর লাঠির আঘাতে স্বামী আবুল বাশার (৫০) হত্যামামলার এজাহার ভুক্ত আনোয়ার হোসেন (৪০) কে গ্রেফতার করেছে র্যাব-১১।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন (৪০) রামগঞ্জ উপজেলার ৫নং চন্ডিপুর ইউপির ফতেহপুর গ্রামের উত্তর ফতেহপুর ওয়ারিশ পাটোয়ারী বাড়ির এছহাক পাটোয়ারীর ছেলে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, স্ত্রীর লাঠির আঘাতে মৃত আবুল বাশার (৫০) ছিলেন একজন প্রবাসী। গত ৬ (ছয়) বছর আগে প্রবাস থেকে বাড়িতে আসার পর জানতে পারেন স্ত্রী কোহিনুর বেগমের সাথে প্রতিবেশী বিল্লাল হোসেন বিলু (৩৫) এর সঙ্গে পরকীয়ার সম্পর্ক রয়েছে। এরপর থেকেই কোহিনুর বেগমের সঙ্গে আবুল বাশারের সাথে কলহ শুরু হয়। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া ও মারামারি হতো।
ঘটনার দিন তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী কোহিনুর বেগম স্বামী আবুল বাশারকে সজোরে লাঠি দিয়ে আঘাত করে এবং ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে আবুল বাশার গুরুতর আহত হলেও স্ত্রী, পুত্রবধু ও মেয়ে কেউ তাকে হাসপাতালে নেয়নি। আশে-পাশের লোকেরা হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা বাধা দেওয়ায় বাড়িতেই বাশারের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত আবুল বাশারের ভাই মোঃ নজরুল ইসলাম (৩৫) বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার সূত্রে র্যাব-১১ সিপিসি-৩ বিশেষ অভিযান চালায়।
র্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী এর কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম মোর্শেদ বলেন, তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় বুধবার
ওই মামলার ৫নং আসামী আনোয়ার হোসেন (৪০) কে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশ যুগান্তর/হারুন
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.