রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আমির হোসেন খাঁন, সকল ইউপি মেম্বার, মহিলা মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা সম্মেলন কক্ষে এ সপথ অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর জেলাপ্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন আখন্দ ৪ এপ্রিল নির্বাচিত চেয়ারম্যান মোঃ আমির হোসেন খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা মেম্বার,মহিলা মেম্বারদের শপথ পাঠ করান।
এসময় নব নির্বাচিত চেয়ারম্যান, মেম্বারদের উপর অর্পিত দায়িত্ব পালনে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন জেলাপ্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন আখন্দ,উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, উপজেলা সহকারী কমিশনার ভূমি মনিরা আক্তার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আবু তাহের, মাধ্যমিক শিক্ষা অফিসার মোনাজের রশিদসহ অনেকে।
উল্লেখ্য, গত ২৮শে নভেম্বর ইউপি নির্বাচন সহিংসতা ৪নং ইছাপুর ইউনিয়ন পরিষদ – ২জন নিহত হয়েছে। মামলা-মোকদ্দমার কারণে ইছাপুর ইউনিয়ন নির্বাচিত জনপ্রতিনিধিদের গেজেট প্রকাশ করা হয়নি। নির্বাচনের তিনমাস পরেই নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হয়েছে।