নুরুল আমিন ভূঁইয়া দুলাল, নিজস্ব প্রতিবেদক: লক্ষীপুরের রামগতিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এউপলক্ষে বৃহস্পতিবার রামগতি উপজেলা স্পন্দনকক্ষে সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমজাদ হোসেন।উ পজেলা সহকারী কমিশনার (ভূমি)’র পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রামগতি উপজেলা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান ধনু।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রামগতি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোছলেহ উদ্দিন, উপজেলা আ.লীগের সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাহিদ, উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডাঃ কামনাশিস মজুমদার ও উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক প্রমুখ।
এদিকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। পৃথিবীর ইতিহাসে এক কালো অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর , আলশামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। ইতিহাসে জঘন্যতম হত্যা চালায় পাকিস্তানী হানাদার বাহিনী।