শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সৎ এবং নিষ্ঠার সাথে দেশকে ভালোবাসতে হবে—জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন যুবদলের সদস্য সচিবকে নিয়ে গুজব রটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ‎জমিসংক্রান্ত জেরে শিশুকে নির্যাতন করে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ ‎ নিউজ প্রকাশের পর পরিসংখ্যানের জাকির কর্মকর্তা থেকে কর্মচারী ইতালিতে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি  দিবস পালন করা হয়   ‎যৌন-হয়রানিসহ ব্যাপক অনিয়মের অভিযোগ রায়পুরের পরিসংখ্যান কর্মচারী জাকিরের বিরুদ্ধে ‎ রায়পুরে ৬নং কেরোয়া ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ইতালি ভিস্নেজা প্রবীনছের কাউন্সিলর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত সেই সোহেলকে অব্যাহতি ইন্দুরকানীতে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার

রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৯৮৫ বার দেখা হয়েছে

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের রায়পুরে শারমিন আক্তার (২৫) নামে এক নারীর ওপর হামলা ও শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। পৌরসভার ৯নং ওয়ার্ডের নিজ বাবার বাড়ীর আঙ্গিনায় হামলার ও শ্লীলতাহানীর শিকার হন ওই নারী। এ সময় ওই নারীর ছোট ভাই জাহিদ ও তার বাবা, মা ঠেকাতে এলে তাদেরকেও বেধড়ক মারপিট করে হামলাকারীরা।

এ ঘটনায় ওই নারী বাদি হয়ে তিনজনকে আসামী করে লক্ষ্মীপুর জজ কোর্টে একটি মামলা দায়ের করেন।

মামলার সূত্রে জানা যায়, রায়পুর পৌরসভার ৯নং ওয়ার্ডের মজিদ ড্রাইভারের বাড়িতে দলিলমূল্যে ক্রয় ও পৈত্রিক জমিতে দীর্ঘদিন বসবাস করে আসছিলেন শাহাজানসহ তার পরিবার। কিন্তু ওই জমির সীমানা সংক্রান্ত জের ধরে গত ২৫ এপ্রিল শুক্রবার পাশ্ববর্তী ইদ্রিস মিয়ার ছেলে মেহেদী হাসান রোমন, সবুজ ও সুমন তার সীমানায় থাকা কাটা তার সরিয়ে ফেলে। শাহাজানের স্ত্রী জাহানারা বেগম বাধা দিতে আসলে তাকে মারতে আসে। মাকে মারতে আসে দেখে দৌড়ে গেলে মেয়ে শারমিন আক্তারের শ্লীলতাহানীর চেষ্টা করে তারা। দস্তা-দস্তিতে না পেরে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ সময় শারমিনের ভাই জাহিদ ও বাবা শাহাজান এগিয়ে আসলে তাদের শরীরেও আঘাত করে হামকারীরা। মামলার বিবরনে আরও বলা হয়েছে, আহত শারমিন কে উদ্ধার করে প্রথমে রায়পুর সরকারি হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সরেজমিনে গেলে অভিযুক্তদের মা মনোয়ারা ছেলেদের দায় অস্কিকার বলেন, শাহাজানদের বাড়ির পিছনে আমাদের বসত ঘর। বাড়ি থেকে বের হওয়ার কোন রাস্তা নেই। তাই পাশের একজন তার দেয়ালের এক পাশে আমাদের বের হওয়ার জন্য একটি দরজা রাখে। তারা ওই দরজার মুখ বরাবর কাটা দিয়ে আমাদের চলার পথে বাধা সৃষ্টি করে। আমি কাঁটা উঠিয়ে যাওয়ার সময় শাহাজানের স্ত্রী আমার চুল টেনে ধরে। চিৎকার শুনে আমার ছেলেরা দৌড়ে আসলে দস্তা-দস্তির মধ্যে শারমিন মাটিতে পড়ে যায়। তাকে কেউ আঘাত করে নাই।

এদিকে ভুক্তভেগী নারীর ভাই জাহিদ হোসেন বলেন, মামলা করার খবরে ক্ষিপ্ত হয়ে আসামীরা তাদের প্রকাশ্যে হুমকি দিচ্ছে।

এবিষয়ে ওয়ার্ড কমিশনার খায়রুল আলম রুবেল প্রধানিয়া বলেন, আমরা স্থানীয়ভাবে এ ঘটনার সমাধান করে দেওয়ার আশ্বাস দিয়েছি। যেহেতু মামলা হয়েছে আইনগতভাবে এর সমাধান হবে।

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102