লক্ষ্মীপুরের রায়পুরে তিন করাতকলের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে লাইসেন্স না থাকায় উপজেলার তিনটি করাতকলের মালিকের কাছ থেকে পৃথক মামলায় ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিকসহ রায়পুর থানা পুলিশের কয়েকজন সদস্য।
রাসেল ইকবাল বলেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোছাইন আকন্দ স্যারের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ স্যারের তত্ত্বাবধানে লাইসেন্সবিহীন অবৈধভাবে পরিচালিত করাতকলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। লাইসেন্স না থাকায় করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ মোতাবেক ৩ করাতকল মালিককে পৃথক মামলায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।