লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের পশ্চিম সাগরদী এলাকায় বেড়ে উঠা একটি অনলাইন ভিত্তিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “পশ্চিম সাগরদী অনলাইন ফোরাম’র উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ জানুয়ারী ) বিকাল ৩টায় পশ্চিম সাগরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অর্ধ্বশতাধিক লোকের মাঝে এসব বিতরণ করা হয়েছে।
ফোরাম’র সভাপতি রাজু আহম্মেদ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কাউসার দেওয়ান’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বামনী ইউপি চেয়ারম্যান তাফাজ্জল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য ইব্রাহীম হওলাদার, জাহিদুল আলম সুমন, মোল্লারহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুল করিম সিদ্দিকী, সমাজ সেবক আলহাজ্ব আব্দুল মতিন, মিজান আহম্মেদ মুন্সি, আলতাব মুন্সি, সাবেক ছাত্রলীগ নেতা ফরহাদ হাসান তুহিন, আব্দুল মান্নান দেওয়ান, মাওলানা আব্দুল আহাদ, হাফেজ জাহাঙ্গীর আলম, ফোরামের কোষাধক্ষ রাজন মুন্সি প্রমূখ।
ফোরামের সভাপতি রাজু আহম্মেদ বলেন, প্রথমে কৃতথাজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি, যারা অর্থ ও শ্রম দিয়ে এ সংগঠনকে এগিয়ে নিতে সহযোগিতা করেছেন। যে সব রেমেটেন্স যোদ্ধারা সহযোগিতা করেছে তাদের প্রতিও থাকবো চির কৃতজ্ঞ। এ সংগঠনটি সবসময় অবহেলিত মানুষের পাশে থেকে তাদের দুঃখ লাগবে অগ্রণী ভূমিকা পালন করবে। ইনশাআল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান তাফাজ্জল হোসেন বলেন, আমি এ সংগঠনের সাথে সংশ্লিষ্ঠ সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। ধন্যবাদ জানাই তাদেরকে যারা মেধা, অর্থ ও শ্রম দিয়ে অসহায় গরীবের পাশে থেকেছে । আজকের এ আয়োজন করেছে।আমিও আপনাদের পাশে থাকবো।