লক্ষ্মীপুরের রায়পুরে গৃহবধু রুপা (২১) কে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠে তার স্মামী ইসমাইল হোসেন (৩০) এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১১মার্চ) বিকেল ৩ টার দিকে। ইসমাইল কেরোয়া ইউপির ২নং ওয়ার্ডের মিজি বাড়ির।
রূপা অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার (১১মার্চ) বিকেল ৩ টার দিকে তার বাবার বাড়ির
পাশ্ববর্তী বাগানে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এসময় রুপার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসলে ইসমাইল পালিয়ে যায়।
এর কিছুদিন পূর্বে ইসমাইল রুপাকে রেখে আরেকটি বিয়ে করে। যৌতুক আনতে রাজি না হলে কৌশলে রুপাকে বাগানে ডেকে নিয়ে হত্যার চেষ্টা করে।
এ বিষয়ে অভিযুক্ত ইসমাইলের মুঠোফোনে বার বার কল দিয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
রায়পুর থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল বলেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।