লক্ষ্মীপুরের রায়পুরে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী লামচরী কারামতিয়া ফাজিল মাদ্রাসার এক্স স্টুডেন্ট ফোরামের উদ্যোগে শতবার্ষিকী পূর্তী উদযাপন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার কেরোয়া ইউনিয়নের মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
মাওলানা আব্দুল হক ও মোহাম্মদ আব্দুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয় সকাল ১০ টায়। এর আগে এক্স স্টুডেন্ট ফোরামের সদস্যরা মোটর শোডাউনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, লামচরী কারামতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম আজাদ।
এছাড়া বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের, উপাধ্যক্ষ মাওলানা আবুল কাশেম সাহেব ও আরবী প্রভাষক মাওলানা নাজমুল হুদা।
আলোচনা সভায় মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংগ্রহন করেন। এসময় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদেরকে স্মরণিকা, চাবির ছড়া, মগ, ক্যালেন্ডার সহ বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়।
বক্তারা মাদ্রাসার ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরে। বলেন, মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীরা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের গর্বের সাথে অবদান রেখে আসছে। ইসলামি শিক্ষা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।
উল্লেখ্য যে, লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার লামচরী গ্রামে ১৯২২ সালে এ প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করেন যুগশ্রেষ্ঠ বুযুর্গ মাওলানা ওয়াজী উল্লহ সাহেব (রঃ)। শতবর্ষী এ প্রতিষ্ঠান অত্র অঞ্চলে ইসলামী শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করে আসছ।