লক্ষ্মীপুরের “রায়পুর প্রেসক্লাব” এর ২০২১ সনের নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। শনিবার ( ২০ মার্চ) বিকেলে রায়পুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার শংকর মজুমদার, নির্বাচন কমিশনার মোস্তফা কামাল ও মিজানুর রহমান মঞ্জুর স্বাক্ষরিত প্রেসক্লাব পেডে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে ১৮ মার্চ সন্ধায় প্রেসক্লাব কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় শংকর মজুমদারকে প্রধান নির্বাচন কমিশনার ও মোস্তফা কামাল, মিজানুর রহমান মঞ্জুকে নির্বাচন কমিশনার করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়।
নির্বাচনে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ন সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক ও কার্যকরী সদস্য পদসহ ১১ পদে প্রার্থীরা প্রতিদন্দ্বীতা করতে পারবেন।
নির্বাচন অনুষ্ঠিত হবে শনিবার (২৭ মার্চ)। বিকেল ৫টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ২১ থেকে ২২ মার্চ ফরম ক্রয় ও জমা। ২৩ মার্চ বাছাই ও ২৪ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয় এবং ২৪ মার্চ সন্ধা সাড়ে ৮টায় প্রার্থীতা প্রকাশ করা হবে।