দেশের পূর্বাঞ্চলে বন্যাদুর্গত অসহায় মানুষদের উদ্ধার কার্যক্রমে সহযোগিতা এবং বন্যার্তদের মাঝে উপহার হিসেবে খাবার বিতরণের লক্ষ্যে লক্ষ্মীপুরে রায়পুরে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মিরপুর সরকারি বাঙলা কলেজের একদল শিক্ষার্থী।
মঙ্গলবার ও বুধবার (২৭ ও ২৮ আগস্ট) রায়পুরের বন্যাকবলিত বিশেষ এলাকা চিন্তিত করে প্রান্তিক গ্রামে কোমর পানিতে নেমে উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
একাউন্টিং ডিপার্টমেন্ট ২০১৬-১৭ ব্যাচ এর নিরব আহমেদ বলেন, আমরা বাঙলা কলেজে অধ্যয়নরত বৈষম্য বিরোধী শিক্ষার্থীদেন উদ্যোগে কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের থেকে সংগ্রহ করা অর্থে বন্যার্তদের সহযোগিতার জন্য ফান্ড গঠন করেছি। আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারি রায়পুরের মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে।
ব্যবস্থাপনা ডিপার্টমেন্টে ২০১৯-২০ ব্যাচ এর মো: শাহিন আলম “বাঙলা কলেজের যেসব শিক্ষার্থী অর্থ, সময়, শ্রম এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ দুর্যোগের সময় সবার উচিত বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো। যার যা আছে তা দিয়ে সহযোগিতা করা। অর্থ না থাকলে সময়, শ্রম ও পরামর্শ দিয়ে অন্তত সঙ্গে থাকা, সাপোর্ট দেওয়া।
একাউন্টিং ডিপার্টমেন্ট ২০১৯-২০ ব্যাচের শাহিন সৌরভ জানান, বন্যা কবলিত মানুষ এই সময়ে রান্না করে খাবার খাওয়া সম্ভব না। তাই আমরা শুকনো খাবার নিয়ে এসেছি। খাবার সামগ্রীর মধ্যে রয়েছে চিড়া, মুড়ি, চিনি, বিস্কুট, প্রয়োজনীয় ঔষধ,বিশুদ্ধ পানি। এছাড়া মোমবাতি, কয়েল এবং দিয়াশলাই। এ সময় মোমবাতি, কয়েল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং জ্বর-ঠাণ্ডার ঔষধ বেশি প্রয়োজন।
দেশ যুগান্তর/হারুন