মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরে চরমোহনা ইউনিয়ন জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও ঔষধ বিতরণ রায়পুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত যুবদল নেতার কাছে অভিযোগের বিষয়ে জানতে চাওয়ায় সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ, থানায় অভিযোগ যুবদল নেতা ইকবালের নেতৃত্বে সৌদি প্রবাসীর জমি দখল করে দেওয়ার অভিযোগ রায়পুরে বন্যায় পান চাষীদের ব্যাপক ক্ষতি, দিশেহারা পান চাষী  মধ্য সাগরদী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে মা-মনি হাসপাতালের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রায়পুরে পুরান বেড়ী ইসলামী যুব সংঘের উদ্যোগে ১শ’টি ফলজ গাছের চারা বিতরণ রায়পুরে বিএনপির ব্যানারে সন্ত্রাসী তান্ডব চালিয়ে লুটপাট ও মাছ ঘাট দখলের অভিযোগ লক্ষ্মীপুরে  সাব্বিরের মরদেহ ২৯ দিনপর কবর থেকে উত্তোলন, মায়ের আর্তনাদ রায়পুরে ছেলের বিরুদ্ধে ঘরবন্দী করে মাকে হত্যা চেষ্টার অভিযোগ 

রায়পুরে আমান (এনজিও) আব্দুল্লাহ এইড অর্থায়নে বন্যার্ত মানুষের মাঝে খাবার বিতরণ

দেশ যুগান্তর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৩৫ বার দেখা হয়েছে

মোবারক হোসাইন, রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধিঃ লক্ষীপুরের রায়পুরে আমান (এনজিও) সহযোগিতায় আব্দুল্লাহ  এইড অর্থায়নে ভয়াবহ বন্যার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

২৯ ও ৩০ শে (বৃহস্পতিবার ও শুক্রবার) পৌর ৬নং ওয়ার্ড জামে আবদুল্লাহ (জ্বীনের মসজিদ) সংলগ্ন মাঠে রান্না-বান্না কার্যক্রম পরিচালনা করে। পরে সেই খাবার সেচ্ছাসেবকের মাধ্যমে বন্যাদূর্গতদের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে।

দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ–পূর্বাঞ্চলের ১১ জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব বেসরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সে-সুবাধে মানবিক সহায়তাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সাধ্যমতো ত্রাণ, ভারী ও শুকনো খাবার এবং আর্থিক সহায়তা নিয়ে বন্যা উপদ্রুত এলাকার বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে আমান। জরুরি ত্রাণ সেবা হিসেবে ইতিমধ্যে উপদ্রুত ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, মৌলভীবাজার, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া এবং লক্ষ্মীপুরসহ প্রায় ৩০ হাজার পরিবারকে শুকনো ও ভারী রান্না করা  খাবার, বিশুদ্ধ পানি মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে।

বন্যায় সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত ৫টি জেলার মানুষের স্বাস্থ্যসেবায় অনেকগুলো মেডিকেল টিম গঠন করা হয়েছে। মেডিকেল অফিসারের নেতৃত্বে প্রায় ২০ জন প্যারামেডিক বন্যার্তদের স্বাস্থ্যসেবা প্রদান শুরু করেছে।

আমানের বিতরণ করা প্রতিটি শুকনো খাবারের প্যাকেটে রয়েছে চিড়া, চিনি, বিস্কুট, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। রান্না করা খাবার হিসেবে দেওয়া হয়েছে খিচুড়ি, মরগি, ডাল।

সমাজের দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের জন্য অবদান রাখা সহজ কাজ নয়। তাই আমান গ্রুপ বিনিয়োগের মাধ্যমে গ্রামাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করে। ব্যবসার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন তাদের মূল লক্ষ্য। এ পরিকল্পার অংশ হিসেবে প্রথমে কিছু কৃষিভিত্তিক শিল্পোন্নয়নের কাজ শুরু করে গ্রুপটি।

এই দুর্যোগ মোকাবিলায় মাঠপর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোর সঙ্গে একযোগে কাজ করছে আমান। বন্যার্তদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দিতে আমানকর্মীরা তাদের পাশে রয়েছেন। এক্ষেত্রে শিশু, গর্ভবতী নারী, সদ্যজাত শিশুর মা, প্রতিবন্ধী ব্যক্তি ও বয়স্কদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে। এ ছাড়া উপদ্রুত জেলাগুলোতে ক্ষয়ক্ষতির চিত্র বুঝতে এবং জরুরি সহযোগিতা প্রদানে আমানকর্মীরা নিরলসভাবে মাঠপর্যায়ে কাজ করছেন।

দেশ যুগান্তর /আরজে

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
Don`t copy text!
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102
Don`t copy text!