মোবারক হোসাইন, রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধিঃ লক্ষীপুরের রায়পুরে আমান (এনজিও) সহযোগিতায় আব্দুল্লাহ এইড অর্থায়নে ভয়াবহ বন্যার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
২৯ ও ৩০ শে (বৃহস্পতিবার ও শুক্রবার) পৌর ৬নং ওয়ার্ড জামে আবদুল্লাহ (জ্বীনের মসজিদ) সংলগ্ন মাঠে রান্না-বান্না কার্যক্রম পরিচালনা করে। পরে সেই খাবার সেচ্ছাসেবকের মাধ্যমে বন্যাদূর্গতদের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে।
দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ–পূর্বাঞ্চলের ১১ জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব বেসরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সে-সুবাধে মানবিক সহায়তাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সাধ্যমতো ত্রাণ, ভারী ও শুকনো খাবার এবং আর্থিক সহায়তা নিয়ে বন্যা উপদ্রুত এলাকার বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে আমান। জরুরি ত্রাণ সেবা হিসেবে ইতিমধ্যে উপদ্রুত ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, মৌলভীবাজার, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া এবং লক্ষ্মীপুরসহ প্রায় ৩০ হাজার পরিবারকে শুকনো ও ভারী রান্না করা খাবার, বিশুদ্ধ পানি মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে।
বন্যায় সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত ৫টি জেলার মানুষের স্বাস্থ্যসেবায় অনেকগুলো মেডিকেল টিম গঠন করা হয়েছে। মেডিকেল অফিসারের নেতৃত্বে প্রায় ২০ জন প্যারামেডিক বন্যার্তদের স্বাস্থ্যসেবা প্রদান শুরু করেছে।
আমানের বিতরণ করা প্রতিটি শুকনো খাবারের প্যাকেটে রয়েছে চিড়া, চিনি, বিস্কুট, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। রান্না করা খাবার হিসেবে দেওয়া হয়েছে খিচুড়ি, মরগি, ডাল।
সমাজের দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের জন্য অবদান রাখা সহজ কাজ নয়। তাই আমান গ্রুপ বিনিয়োগের মাধ্যমে গ্রামাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করে। ব্যবসার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন তাদের মূল লক্ষ্য। এ পরিকল্পার অংশ হিসেবে প্রথমে কিছু কৃষিভিত্তিক শিল্পোন্নয়নের কাজ শুরু করে গ্রুপটি।
এই দুর্যোগ মোকাবিলায় মাঠপর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোর সঙ্গে একযোগে কাজ করছে আমান। বন্যার্তদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দিতে আমানকর্মীরা তাদের পাশে রয়েছেন। এক্ষেত্রে শিশু, গর্ভবতী নারী, সদ্যজাত শিশুর মা, প্রতিবন্ধী ব্যক্তি ও বয়স্কদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে। এ ছাড়া উপদ্রুত জেলাগুলোতে ক্ষয়ক্ষতির চিত্র বুঝতে এবং জরুরি সহযোগিতা প্রদানে আমানকর্মীরা নিরলসভাবে মাঠপর্যায়ে কাজ করছেন।
দেশ যুগান্তর /আরজে
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.