শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু শিরোনামে (২৭ অক্টোবর ২০২২) উপজেলা পরিষদ মিলনায়তনে রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমানত হোসেন সভাপতিত্বে “শিক্ষক দিবস -২০২২” উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সাইফুল হকসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ বলেন, বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে উন্নীত করতে হলে গুণগত শিক্ষার কোন বিকল্প নেই। আর জাতি গঠনের লক্ষ্যে এই গুণগত শিক্ষা নিশ্চিত করার গুরুদায়িত্ব বর্তায় শিক্ষকদের উপর। সম্মানিত শিক্ষকরা আন্তরিক হলেই শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।
এসময় শিক্ষকরাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দেশ যুগান্তর/আরজে