একাদশ ও দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার ডিজাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ফুড সিটি চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন করে ইসলামী ছাত্রশিবির রায়পুর কলেজ শাখা। এ অনুষ্ঠানে মোট ১২০জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।
কলেজ সভাপতি রাকিব হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি সবুজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,ছাত্রশিবির লক্ষ্মীপুর জেলা সভাপতি মনির হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা সভাপতি ফজলুল করিম, সাইফুর রহমান রাকিব, শিবির নেতা আরমান হোসেন, হযরত আলী প্রমূখ।
প্রধান অতিথি মনির হোসাইন
তার বক্তব্যে বলেন, “আমাদের ক্যারিয়ার গড়তেঃ- career steps, career guidance,turn success into action,( সফলতাকে কাজে লাগিয়ে missonary জাতী হিসেবে আমাদের কাজ করতে হবে)”
তিনি আরও বলেন,”ধূসর মরুর ঊষর বুকে বিশাল যদি শহর গড়ো, একটি জীবন সফল করা তার চাইতে অনেক বড়ো” তাই আমাদের সকল কাজের চেয়ে নিজের ক্যারিয়ার গঠনের দিকে দৃষ্টিপাত করতে হবে।আর ছাত্রশিবির শিক্ষার্থীদের সকল প্রয়োজনে অগ্রণী ভূমিকা রাখবে ইনশা আল্লাহ।
সর্বশেষ ক্যারিয়ার গাইড লাইন মুলক সাহিত্য বিতরনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
দেশ যুগান্তর/হারুন