প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১০:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৪, ১১:২২ পি.এম
রায়পুরে ছেলের বিরুদ্ধে ঘরবন্দী করে মাকে হত্যা চেষ্টার অভিযোগ
এস.এম জাকির হোসাইন
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৮নং ওয়ার্ড, মধ্যে কেরোয়া গ্রামের হাওলাদার বাড়ির নূরুল আমিনের ছেলে জাবেদ (২৫) এর বিরুদ্ধে মাদকের টাকা না পেয়ে ঘরবন্দী করে মাকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।
গত রবিবার ভোর রাতে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার পর থেকেই মাদকাসক্ত অভিযুক্ত জাবেদ হোসেন পলাতক রয়েছেন।
এবিষয়ে জাবেদের মা ওয়াহিদা বেগম (৬১) গণমাধ্যমের কাছে কেঁদে কেঁদে সন্তানের কঠোর শাস্তি দাবী করে বলেন, "আমার ছেলে গত ৮ বছর ধরে নেশায় আসক্ত হয়ে পরিবারের সকলের উপর অনেক অত্যাচার করে আসছে। এর পূর্বে ওর বাবা জীবিত থাকতে তাকে বারবার মারধর করেছে। গতরাতে আমার কাছে এসেই বলে এখন ৫০ হাজার টাকা দিতে হবে, আমি বলছি এতো রাতে টাকা কোথায় পাবো? ছেলে বলে এক্ষুনি দিতে হবে বলেই পরনে থাকা জামা দিয়ে মায়ের গলা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা চালায় অসহ্য যন্ত্রণায় ছটফট করে আমি জোরে চিৎকার করি। তখন আমাকে ছেড়ে দিয়ে দাঁ খুঁজতে যায় আমাকে জবাই করার জন্য সেই সুযোগে আমি পালিয়ে গিয়ে প্রতিবেশী একজনের ঘরে আশ্রয় নেই। তারাও কেউ জাবেদের ভয়ে ঘর থেকে বের হয়নি। কারণ ওর সাথে মাদকাসক্ত দলের সাথে যোগাযোগ রয়েছে কিছু একটা হলেই সবাইকে দলবলের ভয় দেখিয়ে হত্যার হুমকি দিত। হঠাৎই দেখি আমার ঘরে আগুন জ্বলছে। ছেলে আমার স্বামীর রেখে যাওয়া শেষ সম্বল ঘরটিও জ্বালিয়ে দিয়েছে। কিছু নাই সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার প্রায় ৩ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে। আমি এই ছেলের ফাঁসি চাই। আল্লাহ যেন এমন কুলাঙ্গার ছেলে আর কাউকে না দেন। "
এবিষয়ে ভুক্তভোগী ওহিদা বেগমের পাঁচ মেয়ে বলেন, "আমাদের একমাত্র আদরের ভাই ছিল জাবেদ। আমাদের বিয়েতে যে টাকা খরচ হয়েছে সে টাকা ওকে দিতে হবে এই কথা বলে সবসময়ই বাবা- মাকে মারধর করত। ও মাদকাসক্ত ছেলেদের নিয়ে বারবার আমাদেরকে হত্যার হুমকি দিত ভয়ে কেউ কিছু বলতে সাহস পায়না। আমার মাকে মারধর করে জবাই করার উদ্দেশ্য দাঁ খুঁজতে থাকে সেই ফাঁকে মা সুযোগ বুঝে বের হয়ে যায়, মাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে জাবেদ ঘরে আগুন লাগিয়ে দেয়, পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। আমরা বোনরা ওর ফাঁসি চাই। "
ভুক্তভোগীর প্রতিবেশী কয়েকজন বলেন, প্রতিনিয়ত মা ছেলের মধ্যে ঝগড়া লেগেই থাকত। জাবেদ ওর মাকে বেদম মারপিট করত। ও মাদকাসক্ত দলের সাথে চলাচল করে নিজেও মাদক সেবি। কিছু বললেই আমাদেরকে মেরে ফেলার হুমকি দিয়ে দা, ছেনি নিয়ে বের হত। তাই ভয় কেউ কথা বলতে সাহস পাইনি। ওর মা বিদবা অসহায়। সবকিছু শেষ হয়েগেছে। সরকারি সহায়তায় অন্তত একটা ঘর যেন তাকে দেওয়া হয় সেই অনুরোধ করছি এবং এই কুলাঙ্গার মাদকাসক্ত ছেলে জাবেদ সহ ওর সাথে আরও যারা রয়েছে সকলের বিচার দাবী করছি। "
এবিষয়ে মা ওহিদা বেগম বাদী হয়ে গতকাল সন্ধ্যায় রায়পুর থানা, উপজেলা নির্বাহী অফিসার এবং সেনাবাহিনী বরাবর অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত ওসি মাহবুব আলম বলেন, "অভিযোগ পেয়েছি। আসামিকে গ্রেপ্তার করে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.