লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউপির সাগরদী এলাকায় বৃদ্ধ বাবাকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে বখাটে ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার উত্তর সাগরদীর মনার বাড়িতে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে বাবাকে মারধরের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।
জানা যায়, গত কয়েক বছর ধরে সম্পত্তির জেরে মনোয়ার হোসেন (৩৭) তার বাবা হাফেজ মোঃ সোলায়মান (৮৪) কে অমানবিক নির্যাতন করে আসছে।
বাবা হাফেজ সোলাইমান সংবাদকর্মীদের বলেন, আমার চার ছেলে এক মেয়ে। সবাইকে বিয়ে দিয়েছি, আমার মেজো ছেলে আমার কাছে কয়েক বছর আগে এসে আমাকে বলে আমাদের জমির খতিয়ান নাকি অন্যের নামে হয়ে গেছে। আমরা এই খতিয়ান পরিবর্তন করতে হবে। এই জন্য আপনাকে এবং মাকে দলিল লেখা স্টাম্পে স্বাক্ষর দিতে হবে। আমি এবং আমার স্ত্রী সরল মনে স্বাক্ষর দিয়ে দিলাম। তার কিছু দিন পরে আমার সুপারি নারিকেলসহ যাবতীয় সব জিনিসপত্র ছেলে মনোয়ার আর তার বউ ভোগ করতে শুরু করে। আমাকে আমার জমির কাছে যেতে দিচ্ছে না। আমি জানতে চাই তোমরা এমন করছ কেনো ? আমার ছেলে মনোয়ার বলে এগুলো আমার জমি। যা ইচ্ছে তাই করব! আপনি বলার কে ?
তিনি আরো বলেন, পরে আমি জানতে পারলাম খতিয়ান পরিবর্তনের নাম করে হেবা দলীলের স্টাম্পে আমার আর আমার স্ত্রীর স্বাক্ষর জাল করে নেয়। আমি নিরুপায় হয়ে লক্ষ্মীপুর আদালতে মামলা করি। এর পর থেকে ছেলে আমার উপর অমানবিক নির্যাতন শুরু করে। আমাকে এ নিয়ে ৫ বার মারে।
মঙ্গলবার রায়পুর থানা থেকে মামলা তদন্ত করতে বাড়িতে পুলিশ আসে। পুলিশ এ বিষয়ে পাসের বাড়িতে খোঁজ খবর নেয়। এমতাবস্তায় আমি নামাজ পড়ে বাড়িতে আসার পথে ছেলে হঠাৎ করে আমার উপর আক্রমণ করে। আমার গাঁড় ধরে মাটিতে আছাড় দেয় এবং আমার পেটে ও বুকে আঘাত করতে থাকে। খবর পেয়ে পাসের বাড়ি থেকে পুলিশ আসে। তৎক্ষণাত আমার ছেলে পালিয়ে যায়। পরে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
অভিযুক্ত মনোয়ারের সাথে একাদিক বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি, পরে তার বউ লাভলী বলেন, এ সব অভিযোগ মিথ্যা।
রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া বলেন, আমি এই বিষয়ে অবগত আছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।