প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪, ৯:৩৪ পি.এম
রায়পুরে ডাকাতিয়া নদী পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে প্রশাসন
বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর ) দুপুরে রায়পুর শহরের মহিলা কলেজ সংলগ্ন থেকে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের নির্দেশে দিনব্যাপী অভিযানে প্রায় এক কিলোমিটার নদীতে থাকা বিভিন্ন বাঁধ ও দীর্ঘদিনের অবহেলায় জমা থাকা ময়লা পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন রায়পুর পৌর প্রশাসক পদ্মাসন সিংহ।
এসময় দখল মুক্ত করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডাকাতিয়া নদী দখল মুক্ত করার বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছি। খুব শীঘ্রই দখল মুক্ত করনের কাজ শুরু হবে, নদীর উপরে থাকা সকল অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে। পানি প্রবাহে বিঘ্নিত হয় এমন বাঁধ গুলো পর্যায়ক্রমে অপসারণ করা হবে। ডাকাতিয়া নদী হচ্ছে রায়পুরের প্রধান নদী, খুব শীগ্রই এটি হবে দখল মুক্ত।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মো: ইমরান খান, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান সহ উপজেলা এবং পৌর কর্মকর্তাবৃন্দ ও রায়পুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশ যুগান্তর/হারুন
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.