রায়পুরে পুরান বেড়ী ইসলামী যুব সংঘ'র ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
বন্যায় প্লাবিত হয়ে বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় চরম দূর্ভোগে পড়ে বন্যাদুর্গত এলাকার হাজার হাজার মানুষ। নিত্যদিন পানিতে আসা-যাওয়া করায় পানি বাহিত নানান রোগ দেখা দেয় এসব মানুষের শরীরে। অর্থের অভাবে চিকিৎসা নিতে পাচ্ছিলেননা অনেক মানুষ।এমতাবস্থায় ফ্রি চিকিৎসা সেবার ব্যবস্থা করেন পুরান বেড়ী ইসলামী যুব সংঘ নামের একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার বিকালে চরঘাসিয়া এলাকায় নিজস্ব কার্যালয়ে ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন করেন সংগঠনটি।
সংগঠনের সভাপতি এ.কে.এম আজাদ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশন (ভূমি) শাহেদ আরমান।
বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর নগর হসপিটালের আব্দুর রাজ্জাক, পুরান বেড়ী ইসলামী যুব সংঘের উপদেষ্টা আলী আজগর সরদার প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.