আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সহিংসতার ঘটনায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিএনপির ২'শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন এক ছাত্রলীগ নেতা।
সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে মামলাটি করেন সাবেক ছাত্রলীগ নেতা জুম্মান সোলতান। মামলার পরই রাতেই অভিযান চালিয়ে বিএনপির দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
এজাহারে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে যান বিএনপি নেতাকর্মীরা। শহিদ বেদিতে ওঠার আগে দেশবিরোধী স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালান তারা। এতে সাবেক ছাত্রলীগ নেতা জুম্মান সোলতানসহ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা আহত হন।
এ ঘটনায় রাতে উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিক ভূঁইয়া ও যুবদলের সাবেক আহ্বায়ক শফিকুল আলম আলমাসসহ ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেন আহত জুম্মান সোলতান।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন বলেন, বিএনপির নেতাকর্মীরা দলের বিরুদ্ধে উচ্ছৃঙ্খল স্লোগান দিয়ে লাঠিসোটা নিয়ে আমাদের লোকজনের ওপর হামলা চালান। এ সময় আমাদের ৮জন নেতাকর্মী আহত হন।
রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া বলেন, হামলা ও ভাঙচুরের অভিযোগে একটি মামলা হয়েছে। অভিযান চালিয়ে রাতেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরকেও গ্রেফতারে চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.