লক্ষ্মীপুরের রায়পুরে (২৭ জুলাই) রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অন্জন দাশের উদ্যোগে চরপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই উদ্যোগটির যাত্রা শুরু হয়। বাংলা ,ইংরেজি ও আরবি ভাষার উপর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই কার্যক্রম শুরু করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্জন দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মইনুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিপু সুলতান।
প্রধান অতিথির বক্তব্যে অন্জন দাশ বলেন, স্মার্ট করে পরবর্তী প্রজন্মকে তৈরি করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই তিন গ্রুপের টিচাররা বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে গিয়ে সকল শিক্ষার্থীদের ভাষা শিক্ষা দিবেন।
দেশ যুগান্তর/আরজে