লক্ষ্মীপুরের রায়পুর পূর্ব সোনাপুর মদিনাতুল উলুম নুরানি ও হাফেজিয়া এতিমখানা মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকালে মাদ্রাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
মাদ্রাসা সভাপতি আলী হায়দার বেল্লাল এর সভাপতিত্বে ও মাদ্রাসার মুহতামিম মাও আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মঈনুল ইসলাম, সোনাপুর ইউপি চেয়ারম্যান এড. ইউসুফ জালাল কিছমত, অত্র মাদ্রাসার সেক্রেটারি ও সোনাপুর ইউনিয়ন ফোরামের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক আবুল কাসেম, বিশিষ্ট ব্যবসায়ী ও অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলাম মুরাদ পেনেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। প্রতি মাসে শিক্ষকদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করার জন্য শিক্ষকদের অনুরোধ করেন তিনি।
অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগিতা ও অতিথিদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
দেশ যুগান্তর/ আরজে
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2025 দেশ যুগান্তর. All rights reserved.