আনোয়ার হোসেন ঢালি : লক্ষ্মীপুরের বিশিষ্ট শিক্ষানুরাগী ও রায়পুর শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক মিল্ক ভিটার পরিচালক বেল্লাল হোসেন ভুইয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন তিনি।
শনিবার বিকেলে রায়পুর তাঁর নিজস্ব বাসভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়কে জড়িয়ে তার বিরুদ্ধে জনৈক জাহাঙ্গীর আলমের দেওয়া তথ্যের নিন্দা প্রতিবাদ জানান।
এসময় তিনি বলেন, জাহাঙ্গীরের বিরুদ্ধে জায়গা দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ইতিপূর্বে বিভিন্ন অভিযোগে মামলাও হয়েছে। তার এসব কাজের প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন দাতা সদস্য ফরিদা ইয়াসমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন ও রস্তম আলী কলেজের অধ্যক্ষ সাইফ উদ্দিনসহ অন্যরা। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।
দেশ যুগান্তর/আরজে