লক্ষ্মীপুরের রায়পুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয় সাংবাদিক চৌধুরী খোরশেদ আলম রনিকে নিয়ে বিরূপ মন্তব্য করে একটি ভিডিও পোস্ট করার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকেলে ভুক্তভোগী সাংবাদিক খোরশেদ আলম রায়পুর থানায় এই জিডি করেন। জিডি নং ১২৬৫ /২৪,০৩,২০২৫। রনি রায়পুর প্রেস ক্লাবের সদস্য, তিনি দৈনিক আজকের বাংলার রায়পুর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
জানা যায়, গত শনিবার (২২ মার্চ) ভোর চারটা নাগাদ Ricky Rohan, RJ Kebria Ahmmed, নতুন সূর্য সৈনিক, গাঁর তেঁরাঁ, Raju Ahmed নামের ফেক আইডি থেকে এই ভিডিও পোস্ট করা হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তেই ছড়িয়ে পড়ে। ভুুক্তভোগী রনি বলেন,সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার একটি ১২ সেকেন্ডের ভিডিও দিয়ে কিছু অসাধু ব্যক্তি ফেক আইডির মাধ্যমে আমার নামে মিথ্যা ও বানোয়াট প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। আইডি গুলোর বিরুদ্ধে আমি থানায় একটি জিডি করেছি।
ভিডিওর ঘটনার প্রত্যক্ষদর্শী ইমাম হোসেন মামুন নামে একজন বলেন, সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্য প্রণোদিতভাবে আপত্তিকর মন্তব্য করে, ভুল ব্যাখ্যায় রনিসহ আমার ছবি সংবলিত ভিডিও অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ভিডিওর মূল ঘটনা ছিলো বিগত ৫ মাস আগে আমার বাড়ির পাশের একটি পারিবারিক ঝামেলায় আমাদেরকে শালিসদার তথা মিডিয়া হিসেবে নেওয়া হয়। ঘটনা শোনার মধ্য দিয়েই তাদের বাদী/বিবাদীর তর্কবিতর্ক শুরু হয় এবং হাতাহাতি হয় আমরা মিডিয়া হিসেবে তাদের থামাতে গেলে রনির বুকে একটি ধাক্কা লাগে এবং রনি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লোরে পড়ে যায় ওই পড়ে যাওয়ার গঠনাটি তাদের মধ্যে কেউ একজন মোবাইলের ক্যামেরায় ধারণ করে। এবং ভিডিও ধারণা কালে পাস থেকে মহিলার কন্ঠে একটি ভয়েজ আসে হেইয়া হেইয়াগে পিছন দিয়ে ঝড়াই ধরে। এই দরাদরি বাদি-বিবাদির মধ্যে হয় কিন্তু কিছু কুচক্রী মহল এটা শালিসদার তথা মিডিয়ার উপর চাপানোর চেষ্টা করে ফেক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে।
ভিডিওতে যাদের ভিকটিম বানানো হয় তাদের কাছে জানতে চাইলে তারা বলেন, এটি আমাদের পারিবারিক বিষয় আমাদের নিজেদের মধ্যে হাতাহাতি হয় তারা থামাতে গেলে তাদের গায়েও ধাক্কা লাগে। আমাদের জমিজমা সংক্রান্ত বিষয় ছিলো কিন্তু ভুল ব্যাখ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সম্মানহানি করা হয়েছে।আমরা আইনি প্রতিকার আশা করছি।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁঞা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2025 দেশ যুগান্তর. All rights reserved.