লক্ষ্মীপুরের রায়পুর সাবরেজিস্ট্রি অফিসে অস্থায়ীভাবে কর্মরত নৈশপ্রহরী কাম ঝাড়ুদার সোহেলকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার জেলা সাবরেজিস্ট্রার মো: লোকমান হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, এর আগে সোহেলের বিরুদ্ধে একাধিক গণমাধ্যমে তার ঘুষ বাণিজ্যের অভিযোগে সংবাদ প্রকাশিত হয়। ওই সময় রায়পুর সাবরেজিস্ট্রি অফিসে দুদুক অভিযান করে বেশ কিছু অনিয়মের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ পায়।
জেলা সাবরেজিস্ট্রার মো: লোকমান হোসেনের বলেন, রায়পুর সাবরেজিস্ট্রি অফিসে অস্থায়ীভাবে কর্মরত নৈশপ্রহরী কাম ঝাড়ুদার সোহেলে বিরুদ্ধে চাঁদাবাজি ও অনিয়মের একাধিক অভিযোগ থাকায় তদন্তের স্বার্থে তাকে কমলনগর বদলি করা হয়েছিল। কিন্তু সে তার বুদ্ধির আদেশ না মেনে নতুন কর্মস্থলে না গিয়ে রায়পুরায় বহাল থাকায় তাকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। কারণ তার বিরুদ্ধে অভিযোগগুলো সঠিক তদন্ত করতে হলে অন্যথায় বদলি করতে হবে। তা না হলে সঠিক তদন্ত করা সম্ভব হবে না।