আনোয়ার হোসেন ঢালি : লক্ষ্মীপুরের রায়পুর বাজারে ভ্রাম্যমাণ আদালতে ১৬ দোকানকে অর্থদন্ড প্রদান করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন ও উপজেলা সহকারী কমিশন মনিরা খাতুন।
সোমবার (৪ মার্চ) সকালে রায়পুর মধ্যবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন বলেন, কৃষি পণ্যের লাইসেন্স না থাকা, পণ্যের ক্যাশ মেমো না থাকা ও পণ্যের মুল্য তালিকা নবায়ন না থাকার কারনে কৃষি বিপণন আইন ২০১৮ এর আইনে চালের আড়ৎ, মুদি দোকান সহ ১৬ প্রতাষ্ঠানকে ১ লাখ ৪ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। আমাদের এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
পাশাপাশি তাদের সতর্ক করা হয় যেন ভবিষ্যতে এমন অপরাধ আর না করে। একইসঙ্গে ব্যবসায়ীদের নিয়মিত পণ্যের মূল্য তালিকা হালনাগাদ করা এবং পণ্য ক্রয়-বিক্রয়ে পাকা রশিদ সংরক্ষণ করার প্রতি আহ্বান জানান অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ মনির হোসেন ও পুলিশের সদস্য বৃন্দ।
দেশ যুগান্তর/ আরজে
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.