ব্রাজিলীয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লীগ জিতিয়েই ক্লাব ছাড়েন এই সুপারস্টার। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা গতকাল জানিয়েছে, রিয়ালে ফিরতে পারেন রোনালদো। তবে তার ব্যাপারে কিছুই জানেন না রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।
জিদান জানান, ‘মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদো কী করেছে, তার জন্য আমাদের সবার ভালোবাসা কেমন, সবার জানা। সে এখানে যা করেছে, তা অভাবনীয়। কিন্তু এখন সে জুভেন্টাসের খেলোয়াড় এবং সেখানে সে খুব ভালো করছে। তার ফেরার গুঞ্জনে আমি কিছু বলতে পারছি না। অনেক কথা হচ্ছে, তবে এই বিষয়গুলোকে সম্মান করতে হবে।’
স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক হোসেপ পেদ্রেরোল-এর বরাত দিয়ে মার্কা লিখেছে, পাঁচবারের বর্ষসেরা পর্তুগিজ সুপারস্টারের এজেন্ট হোর্হে মেন্দেজ রোনালদোর ফেরার ব্যাপারে রিয়ালের সঙ্গে আলোচনায় বসেছিলেন। রোনালদো জুভেন্টাসে যোগ দেয়ার পর তার অভাব পূরণ করতে পারেনি রিয়াল মাদ্রিদ। রোনালদোও ভুলতে পারেননি রিয়ালকে।
গত মৌসুমে এল ক্ল্যাসিকো দেখেছেন সান্তিয়াগো বার্নাব্যু’য়ের গ্যালারিতে বসে। জুভেন্টাসে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না রোনালদোর। এফসি পোর্তোর কাছে হেরে চ্যাম্পিয়নস লীগের দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়েছে জুভেন্টাস। লীগ শিরোপা ধরে রাখার মিশনেও শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে।
এরই মধ্যে ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ‘রোনালদোকে বিক্রি করে দিতে পারে জুভেন্টাস। অর্থনৈতিকভাবে কঠিন সময় পার করা জুভেন্টাস রোনালদোর মোটা অঙ্কের বেতন টানতে হিমশিম খাচ্ছে।’
ইতালিয়ান সংবাদমাধ্যম ‘স্পোর্তমেদিয়াসেত’ জানিয়েছে, ৬০ মিলিয়ন ইউরোতেই রোনালদোকে ছেড়ে দিতে রাজি জুভেন্টাস। ইতালিয়ান জায়ান্টদের সঙ্গে রোনালদোর চুক্তি শেষ হবে ২০২২ সালের জুনে।