বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সৎ এবং নিষ্ঠার সাথে দেশকে ভালোবাসতে হবে—জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন যুবদলের সদস্য সচিবকে নিয়ে গুজব রটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ‎জমিসংক্রান্ত জেরে শিশুকে নির্যাতন করে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ ‎ নিউজ প্রকাশের পর পরিসংখ্যানের জাকির কর্মকর্তা থেকে কর্মচারী ইতালিতে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি  দিবস পালন করা হয়   ‎যৌন-হয়রানিসহ ব্যাপক অনিয়মের অভিযোগ রায়পুরের পরিসংখ্যান কর্মচারী জাকিরের বিরুদ্ধে ‎ রায়পুরে ৬নং কেরোয়া ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ইতালি ভিস্নেজা প্রবীনছের কাউন্সিলর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত সেই সোহেলকে অব্যাহতি ইন্দুরকানীতে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার

র‌্যাবের ডুপ্লিকেট প্যাড ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে ২ প্রতারক গ্রেফতার

হারুনুর রশিদ :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৮৭১ বার দেখা হয়েছে

র‌্যাবের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে মোঃ মাঈন উদ্দিন (৩৩) ও আব্দুল মান্নান পন্ডিত (৪৬) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সিপিসি-৩ এর লক্ষ্মীপুর ক্যাম্পের সদস্যরা।

ভুক্তভাগী আব্দুল বাকের, মোঃ সাইফুল ইসলাম ও সালেহ আহাম্মেদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার (৯ জুলাই) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউপির রফিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে উভয়কে গ্রেফতার করা হয়।

এসময় প্রতারণার কাজে ব্যবহৃত আলামত  “র‌্যাব ১১ লক্ষীপুর স্টুডিয়াম” শিরানামে ৩২ জন ব্যাক্তির নামীয় তালিকা, নগদ ৩৫০০ টাকা, সীম যুক্ত ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাঈন উদ্দিন ও আব্দুল মান্নান বেগমগঞ্জ উপজেলার রফিকপুর এলাকার আব্দুর রশিদ ও ইমাম আলীর ছেলে।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, মাঈন উদ্দিন (৩৩) ও আব্দুল মান্নান পন্ডিত (৪৬), নুরনবী শিপন মেম্বার (৩৩), আবুল কালাম (৪৩), কালা মিয়া চকিদার (৩৮) র‌্যাবের সোর্স পরিচয় দিয়ে এলাকায় র‌্যাবের নাম করে দীর্ঘদিন চাঁদাবাজী করে আসছে।

র‌্যাব সূত্রে জানা যায়, আসামীগণ র‌্যাবের একটি ডুপ্লিকেট প্যাডে বিভিন্ন লোকর নামীয় তালিকা দেখিয়ে বলে “র‌্যাবর লিস্টে তাদের নাম রয়েছে, তাই তারা যে কোনা সময় র‌্যাবের হাতে আটক হতে পারে বলে হুমকি দেয়। তাদরকে র‌্যাবের লিস্ট থেকে নাম কাটাতে হলে র‌্যাবকে বিশ/ত্রিশ হাজার করে টাকা দিলে নাম কাটানোর ব্যবস্থা কের দিতে পারবে বলে এলাকায় লোকজনদের কাছ থেকে নগদ টাকা আত্মসাৎ করে আসছে প্রতারকরা। কয়েকটি নাম্বার থেকেও বিভিন্ন সময়ে এলাকার লোকদের হুমকি দিয়ে আসছে। উল্লেখ্য কয়েকজন ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের মধ্য থেকে দুই জনকে আটক করা হয়। বাকি অভিযুক্ত নুরনবী শিপন মেম্বার (৩৩), আবুল কালাম (৪৩), কালা মিয়া চকিদার (৩৮) কে গ্রেফতারের চেষ্টা চলছে।

র‌্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন বলেন, আসামীদের বিরুদ্ধে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় এজাহার দায়রে করা হয়েছে, পলাতক আসামীদর গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

দেশ যুগান্তর/আরজে

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102