রাসেল মাহমুদ, লক্ষীপুর : ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষীপুর শহর শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় লক্ষীপুর শহরের ইটের পোল থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাস টার্মিলানের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ বর্ণাঢ্য র্যালি শেষ হয়। এ সময় নেতাকর্মীদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
সংক্ষিপ্ত সমাবেশে শহর শাখা সভাপতি আরমান পাটোয়ারী বলেন, “আজকে আমরা ছাত্রশিবিরের ৪৭তম দিবস পালন করছি। এই ৪৭ বছরে ছাত্রশিবিরের উপর অন্যায় ভাবে দমন পীড়ন করা হয়েছে বারবার। তিনি আরও বলেন শিক্ষাঙ্গনে শিক্ষার সুস্থ পরিবেশ এখনও নিশ্চিত করা হয়নি। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের মাধ্যমে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। অবিলম্বে শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম বন্ধের জন্য সরকারের কাছে জোর দাবিও জানান তিনি।”
এ সময় ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাট্য র্যালীতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষীপুর শহর শাখার সাবেক সভাপতি শাহরিয়ার রহমান খোকন, শহর সেক্রেটারি মো: ফরিদ উদ্দিন, জেলা ছাত্রশিবির সেক্রেটারি আব্দুর রহমান সহ প্রায় সহস্রাধিক নেতাকর্মী।