রাসেল মাহমুদ, কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি: লক্ষীপুর-৪ (কমলনগর-রামগতি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য ফরিদুন নাহার লাইলী। এই আসনের বর্তমান সংসদ সদস্য রয়েছেন বিকল্পধারার মহাসচিব মেজর (অবঃ) আব্দুল মান্নান। জোট নিয়ে সমঝোতা না হলে ফরিদুন নাহার লাইলী এই আসনে নিশ্চিত।
রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে থেকে চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিকেলে আওয়ামীলীগের প্রার্থী তালিকায় ফরিদুন নাহার লাইলীর নাম দেখে লাইলীর সমর্থক, নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় আনন্দ প্রকাশ করেছেন।