লক্ষ্মীপুরের রায়পুরে ইসলামী ব্যাংক এজেন্ট ও হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির যৌথ উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আন্তঃউপজেলা ক্বেরাত প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার পহেলা এফ্রিল সকালে অনুষ্ঠানটি শুরু হয়ে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয়।আয়োজিত প্রতিযোগিতায় জেলাধীন উপজেলাগুলোর বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিযোগীরা অংশগ্রহন করেন।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন খালেদ সাইফুল্লাহ সাজ্জাদ। যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন, শাহাদাত হোসেন সিয়াম ও মোঃ ইকবাল হোসেন। প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী দুজন প্রতিযোগীই মাদ্রাসাতুদ দাওয়াহ্ আল ইসলামিয়া, রাখালিয়া রায়পুরের ছাত্র। তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগী কেরোয়া রহমানীয়া দাখিল মাদ্রাসার ছাত্র। ঘোষণাকৃত দশটি মেধা তালিকার বাকিরা হলেন, রিয়াজ (৪র্থ), মোঃ মহিউদ্দিন মুরাদ (৫ম), মোঃ মিরাজ হোসেন (৬ষ্ঠ), শাহেদুর রহমান পরশ (৭ম), মোঃ জুনায়েদ জুহান (৮ম),হামিম (৯ম), আব্রাউল হক (১০ম) স্থান অর্জন করে।
হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির লক্ষ্মীপুর জেলার প্রধান উপদেষ্টা আলহাজ্ব ফজলুল করিম এর সভাপতিত্বে ও রায়পুর উপজেলা শাখার সাধারন সম্পাদক অ্যাডভোকেট রফিক উল্লাহ সোহাগ এর সঞ্চালনায় রায়পুর কামিল মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়পুর পৌরসভার মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাট, প্রধান আলোচক ছিলেন রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আ,ন,ম নিজাম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়্যারম্যান অ্যাডভোকেট বারাকাত বিন জাকারিয়া মারুফ, রায়পুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিন, রায়পুর পৌরসভার কাউন্সিলর ইউসুফ বিএসসি। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর স্বত্বাধিকারী ইমরান হোসেন, মঞ্জুল কবির বিএসসি, রিয়াজ পাটওয়ারী, রাশেদ পাটওয়ারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
দেশ যুগান্তর/আরজে হারুন
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.