সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ইউপি সদস্য আবুল বাশার ওরুপে সাদদুল কতৃিক বিভিন্ন নিরুহ সাধারণ মানুষ থেকে সরকারি ঘর, পানির কল, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বভাতা পাইয়ে দেওয়ার কথা বলে নগদ অর্থ হাতিয়ে নেয় ও মিথ্যা মামলার প্রতিবাদের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
সোমবার সকাল ১১ টাকায় চররুহিতা ইউনিয়ন রসুলগঞ্জ বাজারের বোর্ড অফিসের সামনে শত শত এলাকাবাসী, ও ভুক্তভোগী পরিবারের লোকজন এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করে।
এসময় বক্তরা বলেন, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাদদুল মেম্বার সাধারণ গরীব, অসহায়, দারিদ্র্য লোকদের থেকে সরকারি ঘর, পানির কল, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বভাতা পাইয়ে দেওয়ার কথা বলে, হাজার হাজার টাকা হাতিয়ে নেয় ইউপি সদস্য। এবং ভুয়া তালিকা দিয়ে ভিজিএফ এবং বিভিন্ন প্রকল্পের কাজ না করে লক্ষ লক্ষ
টাকা আত্মসাৎ করেছেন।
আলমগীর হোসেন নামে একজন জানিয়েছেন, তার ভাবি আকলিমাকে দিয়ে ধর্ষনের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতনের ট্রাইব্যুনালে একটি মিথ্যা মামলা দায়ের করান আবুল বাশার।তিনি ঐ মামলার ১ নং স্বাক্ষী।
এসময় বক্তারা আরো বলেন, অনতিবিলম্বে দূর্নীতিবাজ ইউপি সদস্য আবুল বাশার ওরুপে সাদদুল মেম্বারকে গ্রেফতারসহ আওয়ামীলীগ থেকে বহিস্কার করার জন্য জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.