লক্ষ্মীপুরে ইকোনো বাসের সুপারভাইজার রিয়াদ হোসেন লিটন কে দাড়িয়ে থাকা বাসের ভিতরে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার রাতে এ ঘটনাটি ঘটে। লিটন সদর উপজেলার মান্দারি ইউনিয়নের ১ন ওয়ার্ডের মোহাম্মদ নগর গ্রামের মৃত দুধু মিয়ার ছেলে। ঘটনার জেরে বাস চালককে আটক করা হয়েছে।
আটকৃত বাসচালক নাহিদ রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের শাহরিয়ার আহমেদের ছেলে।
জানা যায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে চেয়ারকোচ ইকোনো বাস রাত ১০টার দিকে লক্ষ্মীপুর আসে। যাত্রীদের লক্ষ্মীপুর বাসস্ট্যান্ডে নামিয়ে গাড়িটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে পার্কিং করা হয়েছে। তখন গাড়িতে একজন হেলপার, সুপার ভাইজার লিটন, পুরাতন স্টাফ শিপন ও চালক নাহিদ ছিলেন। পরে লিটন ও হেলপারকে বাসে রেখে নাহিদ ও শিপন বাসায় চলে যায়। তারা বাসেই ঘুমিয়ে পড়ে। চালক নাহিদ ভোর ৪টার দিকে এসে গাড়ির ভেতরে লিটনের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে বিষয়টি স্থানীয় লাইনম্যান মো. সেলিমকে জানায়। সেলিমের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করে। ঘটনার পর থেকে হেলপার পলাতক রয়েছে। তবে তার পরিচয় জানাতে পারেনি কেউই।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিটনকে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বাসচালককে আটক করা হয়েছে। এবং মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে। এবং তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.