লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীর অশ্লীল ছবি ও ভিডিও ধারণের অভিযোগে পর্নোগ্রাফিক প্রতারনায় মো. রাশেদ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ির সম্পর্কে রাশেদ তার দেবর হয়। তাদের দুই বছরের পরকিয়া প্রেমের সম্পর্ক ছিল।
বুধবার (২৬ মে) বেলা সাড়ে ১১ টার দিকে র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক খন্দকার মোঃ শামীম হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাবের লক্ষ্মীপুর ক্যাম্পের সামনে এ আয়োজন করা হয়।
গ্রেপ্তার রাশেদ সদর উপজেলার কুশাখালি গ্রামের আবু তাহেরের ছেলে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাশেদ অভ্যাসগত যৌন অপরাধী। তিনি গত দুই বছর ধরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে নিয়মিত দৈহিক মেলামেশা করতো। এতে রাশেদ বিভিন্ন সময় তার অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে। এদিকে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময় ১লাখ টাকা হাতিয়ে নেয়। এতে ওই নারী আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। কিন্তু আত্মহত্যা না করে তিনি ঘটনাটি র্যাবকে অবহিত করে। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৫ মে) রাতে সদর উপজেলার মান্দারী বাজার থেকে রাশেদকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে অশ্লীল ছবি ও ভিডিও সম্বলিত একটি মোবাইল, একটি মেমোরি কার্ড ও দুটি সীম উদ্ধার করা হয়।
এছাড়াও নোয়াখালির বেগমগঞ্জে অভিযান চালিয়ে দলিলুর রহমান সুমনকে ৮৭ পিস বিয়ার ক্যান সহ আটক করে র্যাব।