লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মেঘনা বাজার এলাকায় ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গতকাল বুধবার (১৭ এপ্রিল) মেঘনা বাজার ও চট্টগ্রামসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে র্যাব-১১ সিপিসি ৩ এর নোয়াখালী ক্যাম্পের কম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) গোলাম মোর্শেদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন– সিরাজ উদ্দিন, এরশাদ হোসেন, রিপন হোসেন জাকির হোসেন, রিমন হোসেন, মো. ইব্রাহিমসহ ৭ জন।
এর পূর্বে গত মঙ্গলবার নিহত জোসনা বেগমের পিতা ইছমাইল হোসেন বাদী হয়ে ১০জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১১ কর্মকর্তা মো. গোলাম মোর্শেদ বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিরা হত্যার দায় স্বীকার করেছেন। সবাইকে সদর থানায় হস্তান্তর করা হবে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের অভিযান চলছে।
উল্লেখ্য, রমজান মাসে আলাউদ্দিনের বসতঘরের পাশের একটি পুকুরে ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলন করে নেন অভিযুক্ত সিরাজ উদ্দিন। এরপর ৪–৫ দিন ওই পুকুরে আবারও পানি নিষ্কাশনের জন্য সেচ পাম্প বসান সিরাজ। এতে বাড়িঘর পুকুরে ভেঙে যাওয়ার আশঙ্কায় বাধা দিলে আলাউদ্দিনের সাথে সিরাজের কথা–কাটাকাটি ও হাতাহাতি হয়। এতে ক্ষিপ্ত হন সিরাজ।
এরই মধ্যে ঈদ উপলক্ষে ঢাকা থেকে বাড়ি আসেন সিরাজের ভাই পারভেজ হোসেন ও নিজাম উদ্দিন।
ওই বিরোধের জেরে গত রোববার রাত ৩টার দিকে আলাউদ্দিনের বসতঘরে হামলা চালান সিরাজ, মাহফুজ ও নিজামসহ ১৫ জনের একটি সংঘবদ্ধ দল।
এ সময় দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আলাউদ্দিন ও তাঁর স্ত্রী জোৎসনা বেগমকে গুরুতর আহত করেন তাঁরা। পরে স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক জোৎসনা বেগমকে মৃত ঘোষণা করেন। আলাউদ্দিনের অবস্থায় সংকটাপন্ন হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আলাউদ্দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
দেশ যুগান্তর/ হারুন
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.