লক্ষ্মীপুরের বিশিষ্ট সমাজ সেবক মরহুম আব্দুস শহীদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে বুধবার সদর উপজেলার দিঘলী ইউনিয়নে ৩ নং ওয়ার্ড রাজাপুর ভূইয়া মার্কেট প্রাঙ্গনে ফতেপুর রহমানিয়া ইবতেদ্বায়ী মাদরাসা একটি রুমে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ পিপলস ওয়েল ফেয়ার কমিটি (বিপিসি)লক্ষ্মীপুর জেলা শাখা।
এই সময় বিপিসি সভাপতি এম এ আরিফ বলেন, মরহুম আব্দুস শহিদ তার জীবদ্দসায় সাধারন মানুষের কল্যানে কাজ করেছেন। নিজের অর্থায়নে রাস্তা মেরামত সহ সামাজিক কর্মকান্ডে নিজকে নিয়োজিত রাখতেন। দলমত নির্বিশেষে সকল দলের নিকট জনপ্রিয় ভাল মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি একজন আদর্শবান ব্যক্তি। তাই আজ তার ২য় মৃত্যুবার্ষিকীতে এলাকাবাসিকে নিয়ে তার স্বরনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। মরহুমকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন । মৃত্যুকালে তার সহধর্মানীসহ দুই সন্তান ও এক মেয়ে রেখে যান। এই সময় আরো উপস্থিত ছিলেন বিপিসির যুগ্ম মহাসচিব মাস্টার কামরুল হাসান বিজয়, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, মোহাম্মদ বেল্লাল হোসেন, মাওলানা পিরোজ আলম, মো: রাজু আহমদ, দিদারুল ইসলাম, মো: জাহাঙ্গীর আলম, সোহেল হোসেন সহ প্রমুখ।