মেহেরাব ইমরান আকিব: লক্ষ্মীপুরে সদর হাসপাতালে সামান্য কেটে যাওয়া পায়ের চিকিৎসা করাতে গিয়ে ভুল চিকিৎসা ও অবহেলায় পা হারাতে হয়েছে আফতাব হোসেন নামক দশম শ্রেনীর এক ছাত্রের।
আফতাবের পরিবার সুত্র জানায়, গত ১৭ই মার্চ কলা গাছ কাটতে গিয়ে পা কেটে যায় তার। পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে একটা এক্স-রে করে ছোট অপারেশন বলতে সেলাই করে ব্যান্ডেজ করে বাসায় পাঠিয়ে দেয়। কিছু নরমাল ঔষদ দিয়ে ৩-৪ দিন পরে এসে ড্রেসিং করাতে বলে কর্তব্যরত চিকিৎসক। পর-পর ২ বার ড্রেসিং করানো হয়। পায়ের অবনতি দেখেও চিকিৎসক কিছুই জানায়নি। শেষ যখন ওর পায়ে পচন ধরে তখন তারা বলে আমাদের ধারা আর সম্ভব না, আপনারা ঢাকা নিয়ে যান। গত ৩-৪ দিন আগে ওকে ঢাকা নিয়ে গেলে ডাক্তার দেখেই বলে ওর পায়ের অবস্থা ভালো না চাপ জানিয়ে দেয় অপারেশন করে পা কাটা লাগবে।
এ বিষয়ে কথা বলার জন্য মুঠোফনে কয়েকবার চেষ্টা করেও লক্ষ্মীপুর সদর হাসপাতালে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, আফতাব রায়পুর উপজেলার ৪ নং সোনাপুর ইউনিয়নের রেয়ার মডেল মাদ্রাসার ১০ম শ্রেনীর ছাত্র।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.