হারুনুর রশিদ :
লক্ষ্মীপুরের রামগঞ্জে পৃথক দুটি ব্রিজের নিচ থেকে রওশান আরা বেগম নামে এক নারী ও তার শিশু কন্যা নুসরাতের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি জামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৫ মে) দুপুরে র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, রওশান আরা ফরিদপুর মধুখালীর বাসিন্দা জামাল উদ্দিনের ২য় স্ত্রী। বিয়ের পর থেকে তারা রাজধানীর রায়েরবাগ এলাকায় বাসা ভাড়া থাকতো। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকতো। গত ১৫ এপ্রিল দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী ও শিশু কন্যাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে জামাল উদ্দিন। পরে মরদেহ ওয়্যারড্রবে ঢুকিয়ে পিকআপে করে উপজেলার রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের হানুবাইশ ব্রিজ ও পাশ্ববর্তী আলীপুর ব্রিজের নিচে ফেলে চলে যায়।
পরে স্থানীয়রা ব্রিজের নিচে মরদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় মরদেহ শনাক্তের পর নিহতের স্বজনের রামগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.