র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ওমর ফারুক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো: আওয়াল (৪০) কে চট্টগ্রাম জেলার ইপিজেড এলাকা থেকে আটক করে।
আওয়াল লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পশ্চিম লতিফপুর গ্রামের আবু তাহেরের ছেলে। পরে বুধবার (২৪ জানুয়ারী) তাকে চন্দ্রগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
এ বিষয়ে র্যাব-১১ লক্ষ্মীপুর ও নোয়াখালী সমন্বিত অঞ্চলের স্কোয়াড কমান্ডার গোলাম মোর্শেদ সাংবাদিকদের জানান, হত্যাকান্ডের শিকার ভিকটিম ওমর ফারুক চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। আওয়ামী লীগের রাজনীতি করায় স্থানীয় সন্ত্রাসী বাহিনীর সঙ্গে তার দ্বন্দ্ব ছিলো। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর সকালে প্রতিবেশী ইসমাইল হোসেন বাড়িতে এসে ফারুককে ডেকে নিয়ে যায়। বাড়ির কাছা-কাছি একটি দোকানে বসে তারা চা পান করছিল। কিছুক্ষণ পরই সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ফারুককে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ ঘটনার পরের দিন স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে আওয়ালসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আট জনের বিরুদ্ধে চন্দগ্রঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ১৪ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করলে আদালত উক্ত মামলায় ৯ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।
গোপন সংবাদ পেয়ে র্যাব-১১ ও র্যাব-৭ এর সহযোগীতায় (২৩ জানুয়ারী) মঙ্গলবার গভীর রাতে আওয়াল কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়।
আর জে হারুন/দেশ যুগান্তর
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.