লক্ষ্মীপুর সংস্কৃতি একাডেমির মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মার্চ) জেলা শহরস্থ ঐতিহ্য কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে বক্তারা, মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য সবার সমান প্রচেষ্টা বজায় রাখার পাশাপাশি ইসলাম ও ইসলামি সংস্কৃতি বিস্তারের বিষয়ে আলোচনা রাখেন। মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে সকলকে এগিয়ে আসারও আহবান জানানো হয়। পবিত্র মাহে রমজানে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলী বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সংস্কৃতি একাডেমির সদস্যসহ আগত অতিথিরা।
লক্ষ্মীপুর জেলা সংস্কৃতি একাডেমির সভাপতি অধ্যাপক মনির আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রায়পুর আলিয়া কামিল এম এ মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম নিজাম উদ্দিন, সংস্কৃতি একাডেমির জেলা উপদেষ্টা সর্দার সৈয়দ, ইসলামী ব্যাংক রায়পুর শাখার ব্যবস্থাপক জহিরুল ইসলাম, সোস্যাল ইসলামি ব্যাংক চৌমুহনী শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আদুস সহিদ, সাংবাদিক সেলিম নিজামী,সংস্কৃতি একাডেমির সদস্য, আগত অতিথি, সাংবাদিক প্রমূখ উপস্থিত ছিলেন।